প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েতের পার্লামেন্টে আইন পাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েতের পার্লামেন্টে আইন পাস হয়েছে। ৫৩ জন সংসদ সদস্য এর পক্ষে ভোট দেয়ায় সর্বসম্মতিক্রমে বিলটি অনুমোদন করা হয়।
অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে একবছর সময় নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ তথ্য মতে, কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখের মধ্যে ৩৫ লাখই বিদেশী। প্রবাসী জনসংখ্যায় বাংলাদেশ তৃতীয় স্থানে। বাংলাদেশের তিন লাখের মতো প্রবাসী কুয়েতে বসবাস ও কাজ। নতুন আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভিয়েতনাম থেকে আসা অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি হতে পারবে না। যদি আইনটি প্রয়োগ হয় তাহলে অনেক বাংলাদেশী প্রবাসীকে দেশে ফিরতে হবে। তাই বাংলাদেশ সরকারকে এখনই কুটনৈতিক তত্পরতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।