প্রশংসা সহ্য হচ্ছে না বলেই বিএনপি এখন প্রধানমন্ত্রীর সফরের সমালোচনা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিশ্বনেতাদের প্রশংসা সহ্য হচ্ছে না বলেই বিএনপি এখন প্রধানমন্ত্রীর সফরের সমালোচনা করছে-মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে বেসরকারি সফরসঙ্গীরা নিজ খরচেই জাতিসংঘে গেছেন।
দুপুরে ঢাকার বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি দেয়া বক্তব্যের পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে এসব কথা বলেন তিনি। জনবিচ্ছিন্ন বিএনপি এখন সিরিজ বৈঠক করেও কোনো কূল-কিনারা খুঁজে পায় নি বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।