প্রশংসিত শারমিন আঁখি
- আপডেট সময় : ১২:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের মডেল-অভিনেত্রী শারমিন আঁখি। বর্তমানে তিনি নাটক, বিজ্ঞাপন, টেলিফিল্ম, মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন। তারই ধারাবাহিতায় এবার ঈদে ‘বাতাসের লাল ফুল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মান করেছেন নির্মাতা ওমর ফারুক।
আলফা আইয়ের প্রযোজনায় সম্প্রতি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেয়েছে ‘বাতাসের লাল ফুল’। মুক্তির পরই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও শারমিন আঁখির অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা। এই চলচ্চিত্রের গল্পে ইকবাল হোসেনও ছিলেন প্রাঞ্জল।
এ প্রসঙ্গে অভিনেত্রী শারমিন আঁখি বলেন, ‘একজন মায়ের সন্তানের শূন্যতার প্রতিফলন ঘটেছে এই গল্পে। মায়ের কোলে আদৌ কি ঘুমাতে আসে কোনো সন্তান নাকি শূন্যই রয়ে যায় তারই মনস্তাত্ত্বিক দৃশ্যায়ন ‘বাতাসের লাল ফুল’। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘আগের মতো এখন আর তেমন কাজ করছি না। খুবই কম কাজ করা হয়। নিজেই কাজ কমিয়ে দিয়েছি। এখন বেছে বেছে কাজ করছি। গল্প পছন্দ হলেই কাজ করছি। বেশি কাজ করে সংখ্যা বাড়াতে চাই। মানের দিকে বেশ নজর রেখেছি৷ অল্প কাজ করে মানুষের মনে রাখার মতো কিছু কাজ করে যেতে চাই। ভিন্ন ধাঁচের গল্পে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্তর পর বেশ সাড়া পাচ্ছি। অনেকেই ফোন করে প্রশংসা করেছেন।’