প্রশ্নফাঁসকারী চক্রের মূলহোতাসহ ৪জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অবৈধ স্মার্ট ডিভাইস বিক্রি করে নিয়োগ পরীক্ষায় পাশের নিশ্চয়তা দিতো প্রশ্নফাঁসকারী চক্র। উত্তরপত্র সরবরাহ করে পরীক্ষায় পাশের প্রলোভন দেখিয়ে জন প্রতি হাতিয়ে নিতো ১০ থেকে ১৫ লাখ টাকা। এই প্রতারক চক্রের বিরুদ্ধে ঢাকা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ ৪জনকে গ্রেফতার করেছে রেব। ব্রিফিংয়ে এ সব তথ্য জানায় সংস্থাটি।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এবং ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সরবরাহ করতো একটি অসাধু চক্র।
এ চক্রের মূলহোতা ইকবাল ও ৪ সহযোগীকে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে রেব।
স্মার্ট ডিভাইস সংগ্রহ করে অনলাইনে ঘোষণা দিয়ে চাকরিপ্রার্থীদের কাছে বিক্রিও করতো তারা
এ কাজে চাকরী প্রত্যাশী প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকাও হাতিয়ে নিতো চক্রটি।
ইকবালের নেতৃত্বে এই চক্রটি অল্প সময়ে বেশি টাকার আয় করতে ২০১৫ সাল থেকে প্রশ্নপত্র ফাস করে আসছে। এ অবৈধ আয় দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিলাস বহুল বাড়ী করেছে মূলহোতা ইকবাল।