প্রস্তাবিত বাজেটে মানুষের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত :আমির খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে মানুষের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। জিডিপি ও রাজস্ব আহরণের যে পদ্ধতিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা প্রতারণার শামিল বলেও জানান তিনি। আমীর খসরু বলেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা থাকলেও সেগুলোকে বঞ্চিত করে মেগা প্রকল্পে বরাদ্দ দেয়ার দুর্নীতির ধারা অব্যাহত রেখেছে সরকার।