প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হবে : জি এম কাদের
- আপডেট সময় : ১০:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হবে, দেশে বিপর্যয় নেমে আসবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়ন করতে গেলে, দারিদ্রের হার ও মূল্যস্ফীতি বাড়বে। বিকেলে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। বর্তমান সংসদে অদ্ভুত সার্কাস চলছে জানিয়ে তিনি বলেন, সংসদে এখন জনগণের কথা শোনা হয় না, কেউ গুরুত্ব দেয় না।
রাজধানীর উত্তরার বিসিক মিলনায়তে উত্তরা কালচারাল সোসাইটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষীকিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাছে গানে দেশের মুল সংস্কৃতি তুলে ধরেন শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে মুল ধারার সংস্কৃতিকে বাদ দিয়ে, আবারও ইতিহাস বিকৃতির অপচেস্টা হচ্ছে। কিন্তু এতে কেউ সফল হয়নি, হবেও না।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশ ও সাধারণ মানুষের ক্ষতিসাধণ করবে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়-এমন বাজেট সংশোধনের কথাও বলেন জিএম কাদের।