প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক হলেও উত্তরবঙ্গে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম :জি এম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক হলেও উত্তরবঙ্গের স্বাস্থ্যখাতে বরাদ্দ কম বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন রংপুরে যে সব হাসপাতাল রয়েছে তা বেশির ভাগই অকেজো হয়ে পড়ে আছে । মেশিনারিজ থেকে শুরু করে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর বড়ই অভাব। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিতের আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রয়োজনে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দের আহবান জানান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান।