প্রস্তাবিত বাজেট নিয়ে বগুড়ায় ক্ষোভ, হতাশায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
- আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেট নিয়ে বগুড়ায় ক্ষোভ আর হতাশায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বস্তি নেই তাদের মনে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায়, দু:শ্চিন্তায় তারা। বাজেট ঘোষণার পরপরই বেড়েছে অনেক নিত্যপণ্যের দাম। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় আরিফ রেহমানের প্রতিবেদন।
উন্নত দেশের তালিকায় যেতে এবার জাতীয় সংসদে বড় আকারের বাজেট উপস্থাপন করা হয়েছে। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।
সাধারণ মানৃষ বলছে, বাজেটে শ্রমজীবী মানুষের জন্য কোনো সুখবর নেই। গরিব মানুষের ১০ টাকা কেজি চালও ১৫ টাকা করা হয়েছে। করের সীমাও বেড়েছে।
করোনার ধকল কাটিয়ে উঠলেও, স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ নেই। করোনায় মৃত ও ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধাও রাখা হয়নি।
তবে বাজেটকে জনবান্ধব বলে দাবি করলেন, বগুড়ার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি।
কম আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা,কর্মসংস্থান আর শিল্পায়ন বিবেচনায় বাজেটকে আরো গণমুখী করার দাবি সাধারণ মানুষের।