প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণায় বেশি গুরুত্ব দেওয়ার আহবান
- আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণায় বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, নানা বিভ্রান্তিকর কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চায় বিএনপি। সকালে ঢাকা ও কুষ্টিয়ায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে সরকার বিভিন্ন সুযোগ সৃষ্টি করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, চাকরী দেয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে তরুণদের।
এ সময় শিক্ষার্থীদের মাদক, সাইবার অপরাধ ও আকাশ সংস্কৃতির নেতিবাচক দিক থেকে দূরে থাকারও নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, সকালে কুষ্টিয়ায় ডায়াবেটিক হসপিটালের বর্ধিত অংশে ২০ শয্যার দুটি ওয়ার্ড ও আধুনিক ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ।
এছাড়া আলোচনায় অংশ নেন, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ ও ব্যারিষ্টার তুরিন আফরোজসহ অনেকে।