প্রাইভেট কারের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রাইভেট কারের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন মারা গেছেন।
গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটর সাইকেল নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তরুণ মেধাবী এ শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও পরিবারে শোকের মাতম চলছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইট এলাকায় স্পিড ব্রেকারের দাবীতে সড়ক অবরোধ করে।