প্রাকৃতিক দুর্যোগে রাজশাহীতে ঝরে পড়েছে আমের গুটি
- আপডেট সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগানে এবার আম নেই। দীর্ঘ শীত, কুয়াশা এবং পরে তীব্র দাবদাহে ঝরে পড়েছে গুটি। ফলে এবার আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এতে হতাশ আমচাষী ও ব্যবসায়ীরা।
কয়েকদিন আগে ম্যাঙ্গো কালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। সে অনুযায়ী, ভাল জাতের আম অন্তত ২৫ মে’র আগে বাজারে উঠবে না। তবে এবার আমের ফলন নিয়ে চরম হতাশ চাষী ও ব্যবসায়ীরা। তারা জানান, এবছর মুকুল কম আসা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাগানগুলোতে আম নেই বললেই চলে।
ফল গবেষণা কেন্দ্র বলছে, আমের জন্য প্রতিকূল আহাওয়া যাচ্ছে এবার। দীর্ঘ খরার পর এখন বৃষ্টি হলে আম ফেটে যেতে পারে। সবমিলিয়ে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
তবে গাছ থেকে আম ঝরে পড়ারোধে নানা ধরনের আধুনিক কলা-কৌশলে পরিচর্যা করেছেন চাষীরা । এ কারণে ফলন খুব একটা কমবে না বলে দাবি কৃষি বিভাগের।
এবছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ১৬৫ টন। #