প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই উন্নয়নের পরিকল্পনার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই উন্নয়নের পরিকল্পনার বিকল্প নেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দল মোমেন। দুর্যোগ ব্যবস্থাপনার উপর এক আলোচনা সভায় তিনি বলেছেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোল মডেল বাংলাদেশ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার তিনদিন ব্যাপী এক কর্মসূচীতে অংশ নিয়েছে ২৩টি দেশের প্রায় তিন শতাধিক প্রতিনিধি।যারা দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পর্কিত মস্ত্রণালয় সংস্থা, এনজিও গুলোতে কাজ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক পদ্ধতির বিষয়ে ধারনালাভ, অংশীজনের মাঝে সমন্বয়বৃদ্ধি, ভূমিকম্প অনুসন্ধান ও উদ্ধার,মেডিকেল শেল্টার ও ত্রাণ কার্যক্রম বিষয়ে গাইডলাইন দেয়া হয় এই আয়োজনে। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বঙ্গবন্ধু যেভাবে অগ্রাধিকার দিয়েছেন, সেটি ছিল ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ।
(ঘূণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় দেশকে সক্ষম করে তুলতে বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই বঙ্গবন্ধু বিশেষ গুরুত্ব দিয়ে ত্রাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকারও দুর্যোগ মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিয়েছে।)
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সাম্প্রতিক সময়ের সকল দুর্যোগই যথাযথভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় টেকসই উন্নয়নের উপর জোর দেন তিনি। গতবছরও আম্ফান মোকাবেলায় দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ। বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। এছাড়া ২৪ ঘন্টা কুইক রেসপন্স টিম কাজ করেছে। এ ধরনের অনুশীলন দুর্যোগ মোকবেলায় আরো সহায়ক ভূমিকা রাখবে। তবে টেকসই উন্নয়নের দিকেই মনোযোগ দিতে হবে।)
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্প মোকাবেলা সংক্রান্ত সবচেয়ে বৃহৎ অনুশীলন এটি