প্রাণঘাতী করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাখে পৌছেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার।
গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে ২৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৪৬৫ রোগী সুস্থ হয়ে উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ৯৬ হাজার। এদের মধ্যে ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।