প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে
- আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চ ও স্পিডবোট চলাচলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কাঁঠালবাড়ি -শিমুলিয়া ঘাটে। গত দুই দিনের তুলনায় কাঁঠালবাড়িতে যাত্রীদের চাপ কিছুটা কমলেও রয়েছে ব্যক্তিগত যানবাহনের জটলা। তবে লঞ্চ ও স্পীডবোটে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ৮৭টি লঞ্চ ও আড়াই শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। গণপরিবহণ চালু ও সীমিত পরিসরে অফিস খোলায় এ রুটে ঢাকামুখি মানুষের চলাচলও বাড়ে। তাই দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চ ও স্পিডবোট চালু হওয়ায় ঘাটে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত দুই দিনের তুলনায় কাঁঠালবাড়িতে যাত্রীদের চাপ কিছুটা কম। তবে ব্যক্তিগত যানবাহনের জটলা রয়েছে।তবে লঞ্চ ও স্পীডবোটে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
ফেরীগুলো এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের চেয়ে যাত্রীর চাপ বেশি। বর্তমানে এই নৌ-রুটে ১৪টি ফেরি দিয়ে যাতায়াত ব্যবস্থা সচল রাখা হয়েছে।
চাপ সামাল দিতে সুশৃংখলভাবে যানবাহন ও যাত্রী পারাপারে কাজ করছে জেলা পুলিশ।