প্রাধ্যক্ষ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ৪৪ শিক্ষার্থীকে কারণ দর্শনোর নোটিশ
- আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের লালন শাহ্ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৪৪ শিক্ষার্থীকে কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে।
৩ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে শিক্ষার্থীদের। জবাব পাওয়ার পর তা পাঠানো হবে শৃঙ্খলা কমিটিতে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জরুরি সিন্ডিকেট সভা ডেকে উত্থাপন করা হবে। তদন্তের কমিটি ৬৫ শিক্ষার্থী ও ৪০ শিক্ষকসহ প্রায় ১৪০ জনের সঙ্গে কথা বলেছেন। অধ্যাপক সেলিমের মারা যাওয়ার দিনের ঘটনা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কমিটি। গত ৩০ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেন মারা যান। অভিযোগ ওঠে, মৃত্যুর দিন দুপুরে বাসায় ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা ড.সেলিমকে তাঁর কক্ষে নিয়ে মানসিক নিপীড়ন চালান। এর আগেও হলের বিভিন্ন বিষয়ে তাকে মানসিক চাপে রাখা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সেলিমের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।