প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস
- আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস।নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বলেছে, দারিদ্র্যের দুষ্টচক্র বাংলার মানুষকে দুর্ভিক্ষের পথে নিয়ে যাবে । বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাড়ছে মূল্যস্ফীতি। বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানান অর্থনীতির বিশ্লেষকরা।
বয়স ষাটোর্ধ্ব।কপালে তার চিন্তার ভাঁজ। দুমুঠো খাবার সংগ্রহ করতে এসে নিস্তেজ প্রায়। তবুও মিলে নি খাবার। বলছি মর্জিনা বেগমের কথা।
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে প্রান্তিক ও নিম্ন শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহ করা দু:সহ প্রায়। জীবিকার জন্য মানুষের আহাজারী কতটা ভারী হয় তা টিসিবির দীর্ঘ লাইনই বলে দিচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো–বিবিএস এর হিসেবে,পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি ৬ শতাংশ ছিলো যা ২০২২ এর জানুয়ারিতে ৫.৮৬ শতাংশে দাড়িঁয়েছে।
কর,শুল্ক ব্যবস্থাপনায় পরিবর্তন,ভর্তুকী বন্টন ব্যবস্খাপনায় নতুনত্ব এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠাই পারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে এমনটাই বলছেন অর্থনীতির বিশ্লেষকরা।
খুব শীঘ্রই সরকার দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনবে এমনটাই প্রত্যাশা সাধারাণ মানুষের।