প্রায় আড়াই মাস পর আজ থেকে সচল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই মাস পর আজ থেকে সচল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন । ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় স্বস্তি বেড়েছে এলাকাবাসীর মধ্যে ।
তিতাস কমিউটার ট্রেন মঙ্গলবার ভোরে প্রথম যাত্রাবিরতি করে। আজ থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন থামবে এই স্টেশনে। আগামীকাল থেকে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এই স্টেশন পেরুনোর সময় যাত্রাবিরতিতে থাকবে। এ বছরের ২৬ মার্চ হেফাজতের সহিংসতা চলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে। ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা স্টেশন রুমে। অচল হয়ে পড়ে স্টেশনের সিগনাল ব্যবস্থা। ২৭ মার্চ থেকে সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।