প্রায় এক যুগ পর দেয়া হলো কিশোরগঞ্জের আব্দুর রহমান আমিন হত্যা মামলার রায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রায় এক যুগ পর দেয়া হলো কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুর রহমান আমিন হত্যা মামলার রায়। রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে, একই মামলায় অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম সোমবার সকালে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কাশেম, নজরুল, লিটন ও সাত্তার। যাবজ্জীবন দেয়া হয়েছে, খোকন, সিরাজ, কান্তু মিয়া ও সাহেদকে। ২০০৬ সালের ২৩ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে করিমগঞ্জের সিংগুয়া গ্রামের নিজ বাড়িতে আবদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরদিন তার স্ত্রী বাদী হয়ে করিমগঞ্জ থানায় আটজনের নামে হত্যা মামলা করেন।