প্রিমিয়ার ব্যাংকের ব্যবসা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রিমিয়ার ব্যাংকের ব্যবসা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রেনেসাঁ হোটেলে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। তিনি জানান, চলতি বছর ব্যাংকিং খাতে প্রিমিয়ার ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এম রিয়াজুল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ১২৬টি শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানেরা অংশ নেন। বক্তারা চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংক ব্যবসায় উন্নয়ন কর্মকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন।