প্রিমিয়ার লিগ ছেড়ে এবারের মঞ্চ এফএ কাপের সেমিফাইনাল
- আপডেট সময় : ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
এক ম্যাচ পর আবার দেখা হচ্ছে ম্যান সিটি ও লিভারপুলের। প্রিমিয়ার লিগ ছেড়ে এবারের মঞ্চ এফএ কাপের সেমিফাইনাল। রোমাঞ্চকর লড়াই জিতে ট্রেবলের পথে আরও একধাপ এগিয়ে যেতে চায় দু’দল। তবে সিটিজেনদের জন্য কেভিন ডি ব্রুইনার ইনজুরি আর অলরেডদের জন্য দুশ্চিন্তার নাম মোহাম্মেদ সালাহর অফ ফর্ম। ওয়েম্বলিতে রাত সাড়ে আটটায় শুরু দু’দলের মহারণ।
সপ্তাহ না ঘুরতে আবারও ফুটবল বিশ্ব দেখবে ম্যান সিটি-লিভারপুল দ্বৈরথ। মঞ্চায়ন এফএ কাপের সেমিফাইনাল। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, সবখানেই শিরোপার দৌড়ে সমানতালে ছুটছে ম্যান সিটি-লিভারপুল।
কিন্তু আজই শেষ হয়ে যাবে পারে একদলের ট্রেবল জয়ের স্বপ্ন। প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরণ মেলানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে সিটিজেনদের মুখোমুখি হচ্ছে অলরেডস।
আগের ৫ আসরে চার সেমিফাইনাল খেলে মাত্র একবারই ফাইনালের টিকিট পেয়েছে ম্যান সিটি। চার হার এখনও পোড়ায় দলটির কোচ পেপ গার্দিওলাকে। তবে এবার তীরে এসে আর তরী ডুবাতে চাননা প্রজন্মের অন্যতম সেরা এই কোচ।
প্রতি মৌসুমের মতো এবারও শেষধাপে আমার। ফুটবলারদের বলেছি কোন অজুহাত চাইনা। যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। সে লক্ষ্য নিয়েই আমরা খেলবো।
তবে, বিপরীত মেরুতে লিভারপুল। টুর্নামেন্টে ৭ দেখায় সিটিজেনদের দুই জয়ের বিপরীতে তিন জয় অলরেডদের আত্মবিশ্বাস। বিগ ম্যাচে য়্যুর্গেন ক্লপের দুশ্চিন্তা মোহাম্মেদ সালাহর অফ ফর্ম। অলরেড জার্সিতে ৭৫৩ মিনিট ধরে ওপেন প্লে থেকে গোল নেই মিশরীয় তারকার। প্রায় দুইমাসে ৩ গোল, তাও আবার পেনাল্টি থেকে।
সালাহ’র উপর দিয়ে বেশ ধকল গেছে। যার রেশ কাটতে কিছুটা সময় লগবে। তবে আমার বিশ্বাস দারুণভাবেই এই ম্যাচে ঘুরে দাঁড়াবে সালাহ।
দিয়োগো জোতাকে ছাড়া হাইভোল্টেজ লড়াইয়ের আগে ফিট স্কোয়াড পাচ্ছেন ক্লপ। একাদশে ফিরতে প্রস্তুত ভার্জিল ফন ডাইক, এন্ডি রবার্টসন, ট্রেন্ট ও আলেক্সান্ডার আর্নল্ড। শুরু থেকে দেখা যেতে পারে ফ্যাবিনিয়ো ও থিয়াগো আলকানতারাকে।
সিটিজেনদের দুশ্চিন্তার নাম কেভিন ডি ব্রুইনা ও কাইল ওয়াকারের ইনজুরি। বিগ ম্যাচে দুজনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও রুবেন দিয়াজের ফেরা প্রায় নিশ্চিত।