প্রিয় মানুষের মৃত্যু, সংক্রমণের ভয়ে পাশে থাকছে না প্রিয়জন

- আপডেট সময় : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেও সংক্রমণের ভয়ে তার পাশে থাকছে না কেউই। ঝুঁকি নিয়েই লাশ দাফন ও সৎকারের কাজ করছেন কবরস্থান ও শশ্মানে নিয়োজিত কর্মীরা। কিন্তু তারাই পারিবারিক ও সামাজিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন।
ময়মনসিংহে করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণের ভয়ে যখন করোনায় মৃত ব্যক্তির পাশে আপনজন থাকছে না, তখন মানবিক হয়েই শেষ বিদায়ের কাজটি করছেন স্বেচ্ছাসেবীরা। করোনা দুর্যোগে নগরীতে ২৩০ জনের কবর খুঁড়েছেন তারা। এর অধিকাংশই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।
তবে কবরস্থান ও শশ্মানে নিয়োজিত কর্মীরা যথাযথ সুরক্ষা পাচ্ছেন না। এ কারণে সংক্রমণ বাড়ার আশংকা করছেন চিকিৎসক ও স্থানীয় নেতারা ।
করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় ১০ টি কবরস্থান ও ১টি শশ্মান রয়েছে। এগুলোর দায়িত্বে প্রায় ৪০ জন কর্মী রয়েছেন।