ফটিকছড়িতে গড়ে উঠেছে উপজেলা ভিত্তিক দেশের প্রথম কোভিড হাসপাতাল
- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে একযুগ ধরে পরিত্যক্ত একটি হাসপাতাল ভবনকে ঝকঝকে করে কোভিড নিবেদিত হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে। জনবল নিয়োগের পাশাপাশি স্থাপন করা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। এলাকাবাসির দেয়া অনুদানের টাকায় গড়ে উঠেছে উপজেলা ভিত্তিক দেশের প্রথম এই কোভিড হাসপাতালটি। স্থানীয় এমপি বললেন, এই হাসপাতালকে মডেল ধরে সারা দেশে উপজেলা পর্যায়ে কোভিড হাসপাতাল গড়ে তুলতে সংসদে প্রস্তাব দেবেন তিনি।
তিনতলা এই হাসপাতাল ভবনটি নির্মিত হয়েছিলো ২০০৬ সালে, এক এগারো সরকার আমলে। কিন্তু আইনগত জটিলতায় পরবর্তিতে আর চিকিৎসা কার্যক্রম শুরু করা যায়নি। ১২ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত থাকা এই ভবনটি এখন পুরোপুরি প্রস্তুত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায়।৩০ শয্যার এই হাসপাতাল ভবনটিতে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন। আক্রান্তদের গরমপানি ব্যবহারের জন্য সংযোজিত হয়েছে অত্যাধুনিক গিজার মেশিন ও এ্যম্বুলেন্স সার্ভিস। উপসর্গ থাকা রোগীদের জন্য আলাদা ফ্লুকর্ণারের ব্যবস্থাও রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে পরিচালিত হাসপাতালটিতে ইতিমধ্যে ৬ জন ডাক্তার ও চারজন নার্স নিয়োগ দেয়া হয়েছে। যাদের বেতন ভাতার যোগানসহ আক্রান্তদের থাকা খাওয়া ও চিকিৎসা ব্যায় আসবে স্থানীয়দের দেয়া অনুদানের টাকা থেকে।গতকাল ভার্চুয়াল পদ্ধতীতে হাসপাতালটি উদ্বোধন শেষে স্থানীয় এমপি বললেন, উপজেলা পর্যায়ে সারাদেশে কোভিড ডেটিকেটেড হাসপাতাল গড়ে তুলতে প্রধানমন্ত্রীর যে, প্রতিশ্রুতি তার সফল মডেল হবে ফটিকছড়ির এই হাসপাতালটি।
আয়োজকরা জানান, পুরো হাসপাতালটি প্রস্তুত করতে খরচ হয়েছে দেড় কোটি টাকার কাছাকাছি। তহবিলে আরো জমা আছে দেড় কোটি টাকা। যা দিয়ে হাসপাতালের ৬ মাসের খরচ চলবে। কিন্তু করোনা দীর্ঘায়িত হলে স্মরণাপন্ন হতে হবে সরকারের কাছে।