ফতুল্লার ট্রলার ডুবির ঘটনার সপ্তম দিনে আরো একজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার ট্রলার ডুবির ঘটনার সপ্তম দিনে আরো একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। এর আগে গতকাল ৯ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার প্রধান তদন্তকারী কর্মকর্তা সদর উপজেলা ইউএনও রিফাত জানান, উদ্ধার হওয়া মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে এবং তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।