ফতুল্লায় গ্যাসলাইন লিকেজের বিস্ফোরণের আগুনে ৫ জন দগ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজের বিস্ফোরণের আগুনে স্বামী -স্ত্রীসহ ৫ জন দগ্ধ হয়েছে। এসময় পাশের বাড়ির চারটি রুমের জানালা ভেঙ্গে নারী সহ দুইজন আহত হয়।
দুপুরে সদর উপজেলার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি আল আমিন ও তার স্ত্রী সুখী বেগমকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলা ভবনের নিচ তলায় রান্নার জন্য দিয়াশলাই ধরালে ঘরের ভেতরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।