ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে মেয়রের স্ত্রী-পুত্রসহ তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নগরকান্দা পৌরসভার নব-নির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার কালিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনান্থলেই নগরকান্দার পৌর মেয়রের স্ত্রী সীতা সরকারসহ দুইজন নিহত হন।আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মেয়রের ছেলে গৌরব সরকার মারা যায়। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মেয়র নিমাই সরকারকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায়পাঠানো হয়েছে ।