ফরিদপুরের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনায় গেলো এক বছরে মারা গেছে ৬৭ জন
- আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬২২ বার পড়া হয়েছে
ফরিদপুরের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনায় গেলো এক বছরে মারা গেছে ৬৭ জন। বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী থেকে কোমড়পুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে। যানবাহনের বেপরোয়া গতি ও সড়ক আইন না মানায় এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী।
হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গেলো দেড় বছরে ফরিদপুর সড়ক বিভাগে এন-সেভেন মহাসড়কের ধুলদী থেকে কোমরপুর পর্যন্ত মাত্র ৪ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০টি। আর এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। আহত হয়েছে ২ শতাধিক মানুষ। এদের অনেকেই এখন পঙ্গু। গেলো ২৫ আগস্ট ২ ঘন্টার ব্যবধানে মহাসড়কের ধুলদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ জন। এসব দুর্ঘটনার জন্য চালকদের বেপরোয়া গতিকেই দায়ী করছেন স্থানীয়রা। আর, চালক ও পরিবহন নেতারা ছোট ও হালকা যানবাহনকেই দায়ী করছেন।
তবে, দুর্ঘটনারোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে থ্রি-হুইলারসহ হালকা যানবাহন বন্ধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।