ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত
- আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। অন্যদিকে, ভাঙ্গায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন
সময় সকাল ৭টা। ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাস ও ট্রাকের। মাইক্রোবাসটি ঝিনাইদহ থেকে ঢাকার পথে ছিলো। ট্রাকটি আসছিলো বিপরিত দিক থেকে। ঘটনাস্থলেই মারা যায় দুইজন।
আহত হয় মাইক্রোবাসের আরো ১৪ যাত্রী। গুরুতর আহতদের মধ্যে ৪ জন মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আমেনা বেগম ও অ্যাডভোকেট আব্বাস সরদার। তাদের বাড়ী ঝিনাইদহের মহেষপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের বেপরোয়া গতির কারনেই এ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।ফরিদপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ কাউসার জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রোববার ভোরে জেলার ভাঙ্গা সদরের চৌরাস্তা মোড়ে প্রাইভেটকার-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়। আহত ১ জন। নিহতেরা সাকিল খান ও নাইমুর রহমান। মহাসড়কে দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।