ফরিদপুরে পদ্মাতীরের ফসলী জমি থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালীরা
- আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে পদ্মা তীরের ফসলী জমি থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। রাতের আঁধারে ভেকু দিয়ে শত শত ট্রাক মাটি কেটে নিচ্ছে তারা। এতে হুমকির মুখে পড়েছে নদীতীর রক্ষা বাঁধসহ নানা স্থাপনা। এ নিয়ে কেউ বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ফরিদপুর শহর সংলগ্ন ডিক্রিরচর ইউনিয়নের পদ্মানদীর তীর থেকে রাতের আধারে অবাধে বালু ও মাটি কেটে নিচ্ছে মাটিখেকোরা। গোলডাঙ্গী ও ধলার মোড় এলাকায় চলছে মাটি ও বালুকাটার মহোৎসব। রাত থেকে ভোর পর্যন্ত চলে মাটি ও বালু কাটা। প্রতিরাতে ভেকু দিয়ে কয়েকশ ট্রাক মাটি কেটে বিভিন্ন স্থানে এবং ইট ভাটায় বিক্রি করা হয় এসব মাটি এবং বালু।
স্থানীয়দের অভিযোগ, চক্রটি সরকারী ও অন্যান্য ব্যক্তির জমির মাটি কেটে নিচ্ছে দেদারছে। এ নিয়ে কেউ বাঁধা প্রদান করলে তাদের উপর নেমে আসে নানা নির্যাতন ও মিথ্যা মামলা।
অবাধে মাটি ও বালু কেটে নেবার কারনে একদিকে কমছে উর্বর ফসলী জমি। অন্যদিকে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাড়ী ঘর, ব্রীজ, কালভার্ট, মসজিদ, রাস্তাসহ গুরুত্বপূর্ন স্থাপনা। জেলা প্রশাসক জানান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মাটিকাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ফরিদপুর শহরবাসী।