ফরিদপুরে বিএনপি সমাবেশের প্রস্ততি শেষ পর্যায়ে
- আপডেট সময় : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গনসমাবেশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। চলছে বিশাল আকারে মঞ্চ তৈরীর কাজ। মাঠজুড়ে ছেয়ে গেছে নেতাদের বিলবোর্ড, ফেস্টুন আর ব্যানারে। সমাবেশ সফলে কাজ করছে একাধিক উপ-কমিটি। গণসমাবেশ কেন্দ্র করে আবারও গণপরিবহন বন্ধের ঘোষণায় তিন দিন আগে থেকেই বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নেতা-কর্মীরা। তাদের পদচারণায় মুখর এখন ফরিদপুর।
ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দুরে কোমরপুর আব্দুল আজিজ স্কুল মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ফলে জনসভার মাঠে চলছে মঞ্চ তৈরীর কাজ। মহিলাদের বসার জন্য আলাদা প্যান্ডেল তৈরী হচ্ছে। সমাবেশের কার্যক্রম তদারকি করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। সমাবেশের আগে নেতা-কর্মীদের বাড়ীতে বাড়ীতে তল্লাসী চালাচ্ছে পুলিশ–এমন অভিযোগও করেছে বিএনপি।
সরকার ও প্রশাসনের বাধা উপেক্ষা করে লাখো জনতার উপস্থিতিতে সমাবেশ সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণসমাবেশের সমন্বয়ক ডা. এ জে এম জাহিদ হোসেন।
এদিকে, বিএনপির গণসমাবেশ নিয়ে সার্বক্ষণিক নজরদারী করছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। বিএনপি গণসমাবেশ থেকে কোন ধরনের উস্কানী দিয়ে অশান্ত পরিবেশ যাতে সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখছেন দলীয় নেতারা। বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
বিএনপির সমাবেশ থেকে কোন ধরনের উস্কানী কিংবা ক্ষমতাসীন দলের বাড়াবাড়িতে যেন অনাকাঙ্খিত কোন পরিস্থিতি সৃষ্টি না হয় সেটাই প্রত্যাশা সাধারণ মানুষের।