ফরিদপুরে হঠাৎ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আবহাওয়া পরিবর্তনের কারণে ফরিদপুরে হঠাৎ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে স্বাভাবিকের চেয়ে প্রতিদিন কয়েকগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে।
এতে হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। শীত মৌসুমের শুরুতেই শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দিনে গরম ও রাতে ঠান্ডা আবহাওয়ায় গত ১ সপ্তাহ ধরে নিউমোনিয়া,জ্বর,সর্দি-কাশিঁ,ডায়রিয়াসহ ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। কয়েকদিনের ব্যবধানে ফরিদপুর সদর হাসপাতালসহ বে-সরকারি ক্লিনিক গুলোতেও ভর্তি হয়েছেন রোগীরা। হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় বারান্দা ও মেঝেতেও আশ্রয় নিতে হয়েছে।