ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইভিএমে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দিনের শুরুতেই প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অপ্রীতিকর যে কোন ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে বলেছে ইসি।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি কম। ১ হাজার ৫২ সিসি ক্যামেরায় উপনির্বাচন ঢাকার নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছে ইসি। তবে এখনও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কমিশনাররা। ১০ জন নির্বাহী হাকিম ও তিনজন বিচারিক হাকিম রয়েছেন ভোটের মাঠে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে আইনশৃংখলা বাহিনী। ফরিদপুর-২ আসনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর ও বটগাছ প্রতীক নিয়ে খেলাফত আন্দোলন প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া। আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসন শূন্য হয়।