ফলন কমেছে জামালপুরের লিচু বাগানে
- আপডেট সময় : ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
লালচে হয়ে উঠেছে লিচু গ্রাম বলে খ্যাত জামালপুরের প্রত্যন্ত এলাকার লিচু বাগান । মুকুল আসার শুরুতে ঘন কুয়াশা আর শিলাবৃষ্টিতে ফলন কম আর বর্তমানে প্রচন্ড গরমে লিচু ফেটে যাওয়ায় আশানুরুপ দাম নেই এবার । তবে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া পরিবর্তন হলে লিচু চাষীরা ভালো দাম পাবে।
জামালপুর জেলার ৭ টি উপজেলার প্রায় ৩৭০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে । সদরের শ্রীরামপুর , রঘুনাথপুর, শাহাবাজপুর ও রাঙ্গা মাটিয়াসহ আশ-পাশের যেকোন গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাড়ির উঠোন, দহলিজ আর ছোট ছোট বাগান ভরে উঠেছে দেশী চায়না ১, চায়না ৩, মঙ্গোলিয়া সহ বিভিন্ন জাতের লাল টসটসে রসালো লিচু। তবে মুকুল আসার শুরুতে ঘন কুয়াশায় ক্ষতি হলেও এবার প্রচন্ড তাপ আর বৃষ্টি না হওয়ার কারনে লিচু ফেটে গিয়ে ফলন কম হয়েছে। এতে এবার লোকশানের আশঙ্কা লিচু চাষীদের।
তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়া পরিবর্তান হবার সুবাদে লিচু কিছুটা ক্ষতি হলেও নিয়মিত লিচু গাছে রাতে পানি দিয়ে স্প্রে করায় এ থেকে পরিত্রান পাওয়া যাবে।
সট: কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি জামালপুর।
ক্ষতি পুষিয়ে নিজেদের জন্য বাড়তি দু’পয়সা ঘরে তুলে লাভবান হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।