ফিটনেস টেস্টে সবাইকে ছাপিয়ে গেলেন সাকিব আল হাসান

- আপডেট সময় : ০১:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ফিটনেস টেস্টে সবাইকে ছাপিয়ে গেলেন সাকিব আল হাসান। বুধবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সর্বোচ্চ ১৩ দশমিক ৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্টের বৈতরণী পার হন সাকিব। যা এখন পর্যন্ত সবার থেকে বেশি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের বিপ টেস্ট বা ফিটনেস টেস্ট। এর আগে ১৩ দশমিক ৬ স্কোর গড়েছিলেন পেসার মেহেদী হাসান।সাকিবের ফিটনেস খুব ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন ফিটনেস ট্রেইনার। গেলো কয়েকদিন ধরে বিপ টেস্ট দিচ্ছেন ক্রিকেটাররা। অনেকেই এই টেস্টে পাস করতে পারেনি। এর মধ্যে অন্যতম নাসির হোসেন, সোহাগ গাজী। বিপ টেস্টে নাসির পেয়েছেন সর্বনিম্ন স্কোর ৮ দশমিক ৫। এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা ১১-এর ওপর স্কোর নিয়ে উতরে গেছেন ফিটনেস টেস্ট। এ টুর্নামেন্টের ড্রাফটে নাম তুলতে হলে অবশ্যই পাস করতে হবে এই টেস্টে।