ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
এক ম্যাচ পর আবারও হারলো বাংলাদেশ। ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় নেপাল। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে দারুন হেডে দলকে এগিয়ে দেন আঞ্জন বিস্তা। ৯ মিনিট পর আবারও বিস্তা ম্যাজিক। ফিরতি শটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে নিজের হ্যাট্রিক পুরোন করেন আঞ্জন বিস্তা। চেস্টা করেও প্রথমার্ধে ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। বিরিতির পর সাজ্জাদ হোসেনের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে, হার এড়াতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।