ফিফা প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ফিফা প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ২৭ সদস্যের স্কোয়াড নিয়ে গতরাতে দেশ ছাড়ে ক্যাবরেরার দল।
বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে এশিয়া কাপ বাছাইয়ের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইন্দোনেশিয়ার বিপক্ষের ২৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন এএফসি কাপে খেলতে গিয়ে ব্যথা পাওয়া চার ফুটবলার- তারিক কাজি, মাসুক মিয়া, মতিন মিয়া ও সুমন রেজা। ২৩ সদস্যের দলে যারা রয়েছে- নতুন তিন মুখ- গোলরক্ষক নাঈম, ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন ও মিডফিল্ডার পাপন সিংহ। ফরোয়ার্ড হিসেবে জামাল ভূইয়ার পাশাপাশি ডাক পেয়েছে মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিম।