ফিফা বর্ষসেরার দৌড়ে আছেন লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ ও লেভানদভস্কি

- আপডেট সময় : ১২:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ফিফা বর্ষসেরার দৌড়ে আছেন লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ ও লেভানদভস্কি। তালিকা থেকে বাদ পড়েছেন রোনালদো, নেইমার। এই তিনজনের মধ্য থেকে ১৭ জানুয়ারির বেছে নেয়া হবে বর্ষসেরাকে।
নতুন বছরটা কি নতুন অর্জন দিয়ে শুর করতে যাচ্ছেন লিওনেল মেসি? সার্বিক পরিস্থিতি অন্তত তাই বলছে। বছরের শুরুতেই জায়গা করে নিয়েছেন ফিফা বর্ষসেরা তিনের তালিকায়। তিন বছর আগে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন মেসি। কোপা জয়, লা লিগায় সর্বোচ্চ গোলস্কোরার তিনি। সবমিলিয়ে ২০২১ টা শেষ করেছিলেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর ঘরে তুলে। এবার অপেক্ষা শোকেসে আরও একটি সেরার মুকুট তোলার। অবশ্য তার প্রতিপক্ষ লেভানদভস্কির সুযোগ আক্ষেপ ভোলার। এই মেসির কাছে হেরেই কিনা সবশেষ ব্যালন ডি অরটা ঘরে তুলতে পারেননি। সবশেষ ফিফা বর্সসেরা হয়েছিলেন এই তারকা ফুটবলার। মেসি আর লেভানের সাথে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ। মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক সালাহ আছেন ফর্মের তুঙ্গে।