ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন- হামাসের নজিরবিহীন হামলায় আহত আড়াই হাজার
- আপডেট সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন- হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। হামলায় ছয়শোরও বেশি ইসরায়েলী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আড়াই হাজার।
প্রতিবেদনে বলা হয়, হামাসের বিশাল মাল্টি-ফ্রন্ট হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গাজায় ইসরায়েলী বিমানের পাল্টা হামলায় অন্তত সাড়ে তিনশ’ ফিলিস্তিনী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সংঘাত এখনও অব্যাহত আছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু চরম প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছেন। এদিকে..কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস গর্ব করে বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি। গতকাল ভোরে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এক হাজারের বেশি ফিলিস্তিনি ব্যাপক নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে। এ হামলার জেরে পশ্চিম তীরে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইহুদি সেনারা। ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছে শিশুসহ ৬ ফিলিস্তিনি, আহত শতাধিক।