ফিলিস্তিনে বেড়েছে ইসরায়েলের নিপীড়ন
- আপডেট সময় : ০৮:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সন্ত্রাস বিরোধী অভিযানের নামে আবারও ফিলিস্তিনে বেড়েছে ইসরায়েলের নিপীড়ন। রাতের অন্ধকারে বেসামরিক নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। পবিত্র জেরুজালেম এখন ত্রাসের নগরী। পাশাপাশি রামাল্লাহ্, জেনিন ও বেইত আনানের মতো শহরগুলোও উত্তপ্ত। পশ্চিম তীরে ৫ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানায়, ভোরের দিকে উপত্যকায় একটি ইসরায়েলি হেলিকপ্টার উড়ে এসে তিন-চার দফা গোলাগুলি চালায়। সাথে সাথে ছড়িয়ে পড়ে আগুন। কিছুক্ষণ পর ১৫-১৬ জন ইহুদি সেনা বাইরে নিয়ে আসে দুজনের মরদেহ। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এই অমানবিক নির্যাতনের মোক্ষম জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে হামাস। তাদের দাবি, গোপন আস্তানার খোঁজ পেতেই এ অত্যাচার চালানো হচ্ছে। হামাসের মুখপাত্র ফাওজি বারহোম বলেন, মুসলিম ভাইদের শাহাদাৎ বৃথা যেতে দেবো না। পশ্চিম তীর ও জেরুজালেমে এবার রক্তের বদলে রক্ত নেয়া হবে।