ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বাংলাদেশের তন্বী
- আপডেট সময় : ০৭:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ভারতীয় শোবিজের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশী মডেল-অভিনেত্রী ইশরাত তন্বী।
মাসখানেক আগে একটি ভারতীয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল হিন্দি ওয়েব সিরিজ ‘থারকিস্তান’। এই সিরিজে অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’-এর বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তালিকায় একই ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান দর্শকদের ভোট ও বিচারকদের পয়েন্টের সমন্নয়ে একজনের হাতে উঠবে।আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।তাই এখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তন্বী।
১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার লোকনৃত্য ও দেশাত্মবোধ গান শাখায় সর্বশেষ আসরে অংশ নিয়েছিলেন তন্বী। তারও একদশক পর দেশীয় বিনোদন অঙ্গনে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।কাজ করেছেন বিজ্ঞাপনসহ বেশকিছু নাটক-স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। দেশে খুব বেশী কাজের সুযোগ না পেয়ে পাড়ি জমান মুম্বাইয়ে।দুই বছর ধরে সেখানেই বসবাস করছেন।ইতোমধ্যে অভিনয় করেছেন বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায়।
অনলাইন ডেস্ক