ফুটবলের ১৯তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে সাইফ এসসি ও শেখ জামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১৯তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে সাইফ এসসি ও শেখ জামাল। দু-দলের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।
মুন্সিগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে সোহানের গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ধানমন্ডির দলটি। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া সাইফ ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আসরর গফুরভের দারুণ এক গোলে এগিয়ে যায় সাইফ। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ওতাবেক। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু-দল।