ফুটবল কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন কার্লোস তেবেস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ফুটবল কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক তারকা খেলোয়াড় কার্লোস তেভেজ। নিজের দেশের ক্লাব রোজারিও সেন্ট্রালের কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে ৭৬টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন তেভেজ। এছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় ইউরোপিয়ান ক্লাবের হয়ে খেলেছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা। চলতি মাসেই খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানান তেভেজ। অবসরে যাওয়ার আগে জানিয়েছিলেন কোচ হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দেবেন তিনি। এরই মধ্যে রোজারিও সেন্ট্রালের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তেভেজ। এ বিষয়ে তেভেজ বলেন, নতুন ক্যারিয়ারের ব্যাপারে উচ্ছ্বসিত তিনি। দুর্দান্ত কিছু করে দেখানোর আশা করেন তেভেজ।