ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক
- আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে রেব। বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে।
সম্প্রতি সারাদেশের পূজামণ্ডপে হামলার বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাতে দুপুর রেব হেডকোয়াটারে গণমাধ্যমের সাথে কথা বলেন রেবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।
এসময় তিনি জানান, দেশে এবং দেশের বাহারে বসে একটি মহল এই হামলার উস্কানি দিচ্ছে। তাদের সবাইকে চিহ্নাত করা হচ্ছে। এই মধ্যে বেশে কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করা হয়েছে।
সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অধ্যাপক রুমার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।