ফেনীতে গৃহবধূ’র পেটে গজ-ব্যান্ডেজ রেখেই অস্ত্রোপচার সম্পন্ন
- আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফেনীতে এক গৃহবধূ’র অস্ত্রোপচারের সময় পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দিয়েছেন চিকিৎসক। এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মারাত্মক যন্ত্রনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধু। স্বজনদের অভিযোগ, একাধিক স্থানে অভিযোগ দিলেও কোন সুফল পাচ্ছেনা।তবে জেলা সিভিল সার্জন জানান, ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শহরের শান্তি কোম্পানি এলাকার গৃহবধূ সাবরিনা আক্তারের প্রসব বেদনা নিয়ে গত ৪ নভেম্বর শহরের ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন।একপর্যায় চিকিৎসক সায়রা শরিফা শিল্পির পরামর্শে সিজার করা হয়। পড়ে আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে সিজারের সময় প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করা হয়। বর্তমানে রোগীর জ্বর, তীব্র পেট ব্যথা ও সেলাই স্থানে পঁচে পূজ বের হওয়াসহ প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে।এতে চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
তবে মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক সায়রা শিল্পি।
ঘটনায় একটি লিখিত অভিযোগ এসেছে স্বাস্থ্যবিভাগের কাছে। ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
সমস্যা সমাধানে কতৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।