ফেনীতে ভ্রাম্যমান আদলতের অভিযানে তিন ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ফেনীতে ভ্রাম্যমান আদলতের অভিযানে তিন ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, দুই ইউপি সদস্য সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন জানান, পরিবেশ অধিদফতরের অভিযোগের ভিত্তিতে কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের রানীর হাট বিরিঞ্চি ব্রিকসের মালিক মাহমুদুল হককে আড়াই লাখ, সোনাপুর ব্রিকসের মালিক আবু তাহেরকে ১ লাখ এবং ধর্মপুর মঠবাড়িয়া ব্রিকসের ম্যানেজার শিব শংকর শর্মাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সোনাগাজীর রাঘবপুর গ্রামে কৃষি জমির মাটি কেটে ক্রয়-বিক্রয়ের অভিযোগে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যসহ চার জনের নামে মামলা দায়ের করেন পরিবেশ অধিদফতরের ফেনীর পরিদর্শক ফাইজুল কবির।