ফেনীর ছাগলনাইয়ায় স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মশকুর রহমান। এতে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ছাগলনাইয়া পৌর সভার মেয়র মোঃ মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারসহ আরো অনেকেই। জেলার ৬টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা ও জেলা পুলিশের ১ টি দলসহ মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ নেয়। জেলার ৪টি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলা চলছে। আগামী ২৭ মার্চ ফেনী পুলিশ লাইন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।