ফেনীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে অন্ধকারে মশাল হাতে নিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে একাধিক পাঠাগার
- আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ফেনীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে অন্ধকারে মশাল হাতে নিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে একাধিক পাঠাগার। এতে শিশু কিশোরসহ সব বয়সের মানুষের আগ্রহ বেড়েছে বইয়ের প্রতি। অথচ আধুনিক যুগে যেখানে সবাই প্রযুক্তিতে আসক্ত, সেখানে পাঠাগার গুলো যুবসমাজকে নিয়ে যাচ্ছে জ্ঞানের আলোয়।
সমাজের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় আলমগীর মাসুদ নামে এক যুবক। ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তে ভাটিয়াল পাঠাগার গড়ে তুলেছেন। যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দেয়া হচ্ছে বই পড়ার সুযোগ।
পাঠাগার থেকে খুব সহজে বই পড়ার সুযোগ পাচ্ছে বয়সী পাঠকরা । বই পড়ার মাধ্যমে গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
জেলায় প্রয়োজনের তুলনায় মানসম্মত পাঠাগারের সংখ্যা বাড়েনি। যেসব পাঠাগার দাঁড়িয়ে আছে সেগুলোতেও রয়েছে নানা সমস্যা। তবে প্রতিটি পাঠাগার তালিকাভুক্ত করে সহযোগীতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
নতুন প্রজন্মকে মাদক কিংবা প্রযুক্তির নেশা থাকে বাচাঁতে পাঠাগারগুলো ব্যাপক অবদান রাখছে এমনটাই মনে করেন অভিবাবকরা।