ফেনী ও মাগুরায় আলাদা আলাদা দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ফেনী ও মাগুরায় আলাদা আলাদা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর চিহ্নিত রাজাকার ছিদ্দিক প্রকাশ আবু বকরের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল এবং তার কবর মুক্তিযোদ্ধা হিসেবে পাকাকরণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। সকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট বাজারে এই মানববন্ধন হয়।
চাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও বাসভাড়া কমানোর দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বিভিন্ন বাম সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা গণকমিটি। সভা থেকে অবিলম্বে জ্বালানি তেলসহ বর্ধিত ভাড়া প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তরা।