ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানিবন্দি লাখো মানুষের অবর্ণনীয় দুর্ভোগ
- আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানিবন্দি লাখো মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। পকেটে টাকা থাকলেও জুটছে না একটু বিশুদ্ধ পানি কিংবা জীবন বাঁচাতে দু’মুঠো খাবার। বানভাসি এসব মানুষের অভিযোগ বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা পেলেও সরকারিভাবে তেমন সহায়তা মিলছে না তাদের। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ নৌযানের অভাবে উদ্ধার তৎপরতাও বিঘ্নিত হচ্ছে।
যতদুর চোখ চায় অথৈই পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। ফেনীর দাগনভুঞা এলাকার গ্রামীণ জনপদের মানুষ পড়েছেন বেশি বিপাকে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি অবনতি হলে স্থানীয়রা এভাবে ছুটছেন আশ্রয়ের খোজে। কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ এ অঞ্চলের মানুষের। গ্রামীণ জনপদের মানুষ ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। ফেনী শহরের পানি কিছুটা কমলেও দুর্ভোগ বাড়ছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের।