ফেব্রুয়ারি থেকে আয় করতে পারবেন ইউটিউব শর্টস নির্মাতারা
- আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
ইউটিউব শর্টস নির্মাতাদের আয়ের দিন শুরু হতে যাচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে শর্টস নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করবে ইউটিউব কতৃপক্ষ। সেই লক্ষ্যে শর্টস নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। এতে করে নির্মাতারা শর্টসে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ পাবেন।
ইউটিউব কতৃপক্ষ জানান, ফেব্রুয়ারির শুরুর দিক থেকে শর্টসের জন্য মনিটাইজেশন চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এই সুবিধা গ্রহণের যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টসে দেখানো বিজ্ঞাপনের একটি অংশ তারা আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস নির্মাতাদের।
ইউটিউব শর্টসে ভিডিও তৈরির সর্বোচ্চ সময়সীমা ৬০ সেকেন্ডর মধ্যে সীমাবদ্ধ। এমন ছোটো আকারের ভিডিও ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় হলেও মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় এর থেকে আয় করা যায় না। এজন্য মূল ভিডিওর আদলে শর্টসেও বিজ্ঞাপন প্রদর্শন করে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।
শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।