ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ফেরি সংকটের কারণে ঈদের আগেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন। ফলে চরম দুর্ভোগে চালক ও যাত্রীরা। তৈরি হয়েছে তীব্র যানজট।
সকালেই শত শত যানবাহন পাটুরিয়া প্রান্তে ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসি জানিয়েছেন, ১৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের তথ্যমতে, সোমবার সকালে পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও সাড়ে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে।